অবতক খবর  : হালিশহর সানডে ক্লাবের আয়োজনে হালিশহর লোকসংস্কৃতি ভবনে কাঁকিনাড়া স্বস্তি নাট্য শিল্পমের নাটক “পাথর” উপস্থাপিত হয়। এদিনের তিনটি প্রযোজনার মধ্যে দর্শকদের মনোরঞ্জন ও উচ্ছ্বসিত প্রসংশায় মুখরিত হয়ে ওঠে লোক সাংস্কৃতিক ভবন। উল্লেখ্য “পাথর” নাটকটি রচনা করেছেন বিখ্যাত নাট্যকার বিমল বন্দ্যোপাধ্যায়। তাঁর নিদর্শনায় প্রশংসার দাবিদার শৈলেন বসু, দুলাল চক্রবর্তী আলো ও আবহ প্রশংসার যোগ্য।

এছাড়াও অভিনয়ে মন কারে দাশু সামন্তের চরিত্রে অমিত চক্রবর্তী,হরেন মন্ডল, রমিত ভট্টাচার্য্য, বড়বাবু-বৈদ্যনাথ ও ছোটো বাবু-শৈলেন বসু স্বয়ং। তবে বাকিরাও প্রশংসনীয়। যেমন বিশ্বনাথ কুন্ডু ,নবকুমার নাথ,বাপি নাথ,অসিত কর। নাটক শেষে অমিত চক্রবর্তী বলেন, “আমরা সেলিব্রিটি অভিনেতা নই। আমাদের সেলফি ও অটোগ্রাফ লোকে নেয় না। কারণ আমরা নাট্য কর্মী।” তবে যাই হোক না কেন অমিত বাবুর বাচন পারদর্শিতা দর্শকদের মন ছুঁয়েছে।