অবতক খবর,২০ অক্টোবর: নৈহাটি সহ সারা পৃথিবীর ঐতিহ্য মন্ডিত শতাধিক বছরের পুরনো বড়মার কাঠামোর পুজো মহা ধুমধামে পালিত হল। করোনার আবহে বিগত দুবছর নৈহাটিতে কালীপুজো হয়নি বললেই চলে। যদিও উদ্যোক্তাদের পক্ষ থেকে এবছরের ভার্চুয়ালে পূজার ব্যবস্থা করা হয়েছে। কলকাতার মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে ও রাজ্য সরকারের কোভিড বিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিমা যে স্থানে থাকবে তার সামনে রাস্তা খালি রাখা হবে। দর্শনার্থীর একে একে প্রতিমা দর্শন করে চলে যাবে বলে জানালেন বড়মা পূজা সমিতির সভাপতি ও সম্পাদক মহাশয়। আগামী দিন থেকেই বড়মার গায়ে মাটি এবং বিচুলি পড়বে বলে জানানো হয়। কালীপুজোর দিন থেকেই প্রশাসনের হাতে দর্শনার্থীদের দেখভাল করার জন্য তুলে দেওয়া হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। এবছরের দন্ডি কাটা যাবে না বলেও জানানো হয়।