অবতক খবর :: মুর্শিদাবাদ ::   বহরমপুরে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকার একটি সাংবাদিক বৈঠক করলেন। তার বক্তব্য বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী গত ২৯ মে বহরমপুর এসে পৌঁছান, এবং লগ ডাউনের সময়কালীন তিনি দিল্লীতে বসে ছিলেন। ক্ষতিগ্রস্তদের মাঝে নেমে কোনরকম পরিবারকে তিনি সাহায্য করেননি। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি ঘরে ঘরে ত্রাণ দেওয়া হয়েছে এবং তাদের পাশে দাঁড়িয়েছে জেলার তৃণমূল নেতৃত্বরা।

যেসব পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে জেলায় ঢুকেছেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইননে থাকার কথা বলা হচ্ছে। মাননীয় সাংসদ ফিরে এসে কোন কোয়ারেন্টাইন এ থাকেনি। সাংসদকে রাস্তায় নেমে স্ক্রীনিং মেশিন নিয়ে মানুষকে টেস্ট করতে ও মাস্ক পড়াতে দেখা গেছে। তাই স্বাস্থ্য দপ্তরের জেলা আধিকারিক ডক্টর প্রশান্ত বিশ্বাস এর কাছে একটি লিখিত অভিযোগ জমা দিলেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য আধিকারিক উনাদের জানিয়েছেন উনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।