অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- সর্বধর্ম সমন্বয় বার্তা দিলেন FCI এর ডাইরেক্টর শ্রী বিভাস চন্দ্র অধিকারী। বিশিস্ট সমাজসেবী মোহনলাল রশিদের উদ্যোগে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। বিভাস বাবুকে দেখতে ভিড় জমায় এলাকাবাসী।

বিভাস বাবু বলেন, সমস্ত মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে। ধর্মের নামে কোনো অপব্যবহার করা যাবে না। পাশাপাশি কাছের বন্ধু মোহনলাল রশিদকে কাছে পেয়ে তিনি খুব খুশি হলেন বলেও জানান।

এই আলোচনা চক্রে উপস্থিত হয়ে সর্বধর্মকে একত্রিত করার বার্তা দিলেন তিনি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোহনলাল রশিদ, বিশিষ্ট ব্যক্তি পরেমস্বর ঘোষ, বিশিষ্ট ব্যক্তি নিত্য গোপাল মাজি, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, বিশিষ্ট ব্যক্তি বিশ্বজিৎ সিংহ,জিমি বিশ্বাস, সঙ্গীতশিল্পী সৌমেন হাজারী ও সৌরভ চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।