অবতক খবর,৮ সেপ্টেম্বর: পূর্ব বর্ধমানের রায়না থানার বাঁকুড়া মোড় এলাকায় বেআইনিভাবে তৈরী নকল মোবিল মজুতের বিরুদ্ধে অভিযান চালালো জেলা পুলিশের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। বাঁকুড়া মোড় এলাকার একটি পেট্রোলিয়াম জাত দোকান থেকে বিপুল পরিমানে মজুত নামী কোম্পানির লেবেল লাগানো থাকা নকল মোবিল উদ্ধার হয়। গোপনসূত্রে খবর পেয়ে বুধবার জেলা পুলিশ ও এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট যৌথ ভাবে অভিযান চালিয়ে প্রায় ১৩০ লিটার নকল মোবিল বাজেয়াপ্ত করে। এই ঘটনায় দোকানের মালিককে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবিলের সাথে ভেজাল উপকরণ মিশিয়ে নামী কোম্পানির প্লাস্টিকের কৌটোয় ভরার পরে নতুন লেবেল লাগিয়ে বাজারে বিক্রি করা হতো।
ওই দোকান থেকে ৩টি ১৫লিটার,৩টি ১০লিটার, ৫টি ৫লিটার ও ১লিটারের ২০টি মোবিল ভর্তি প্লাস্টিকের ক্যান বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েকমাস ধরে নকল মোবিল বিক্রি করা হচ্ছে বাঁকুড়া মোড়ের এই দোকান থেকে।