অবতক খবর,৮ সেপ্টেম্বর: কলকাতা হাই কোর্টের নির্দেশে ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে তলবি সভা ডাকলেন ব্লক প্রশাসন। বুধবার পন্ডিতপোতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এই তলবি সভা অনুষ্ঠিত হয়। গত ৫ মাস আগে থেকে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসার জন্য একাধিক বার ব্লক ও জেলা প্রশাসনের কাজে আবেদন জানিয়ে ছিলেন তৃণমূলের একাংশরা।

হাইকোর্ট এই প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব মঞ্জুর করেন এবং গত সোমবার ৬ই সেপ্টেম্বর হাই কোর্ট থেকে ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় নতুন বোর্ড গঠনের জন্য। পন্ডিতপোতা ১ গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১১। উল্লেখ ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৬ টি, ও নির্দল ৫ আসন পায়। নির্দল থেকে এক সদস্য কে নিয়ে প্রধান গঠন করে তৃণমূল কংগ্রেস। নির্দল থেকে সনজিদা নাজকে প্রধান করা হয়। আজ হাই কোর্টের নির্দেশে প্রধান সনজিদা নাজের বিরুদ্ধে তলবি সভা ডাকলেন ব্লক প্রশাসন।এই তলবি সভায় গ্রাম পঞ্চায়েতের ১১ জন সদস্যের মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন।আজকে এই সভায় প্রধান সনজিদা নাজকে অপসারণ করা হয়।