অবতক খবর,২১ আগস্টঃ ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে প্রবল ঝড়-বৃষ্টিতে পড়া তিনটি মাছধরা ট্রলারের ২৭ জন বাংলাদেশী মৎস্যজীবীকে গভীর সমুদ্র ভারত- বাংলাদেশ সীমারেখার কাছে উদ্ধার করেছে। দুটি ট্রলার ঝড়ে উল্টে ডুবে গেছে ও একটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাংলাদেশী ট্রলারগুলি ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে পড়েছিল।

উপকূল রক্ষী বাহিনীর ডর্নিয়ার এয়ারক্রাফট গভীর সমুদ্রের বিচ্ছিন্ন এলাকায় আকাশ থেকে অনুসন্ধানের কাজ চালাচ্ছে এবং বাহিনীর ২টি উদ্ধারকারী জাহাজ আই সি জি এস আনমোল (ICGS ANMOL) এবং আই সি জি এস ভরত (ICGS VARAD)

অনুসন্ধান কাজে যুক্ত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর পশ্চিমবঙ্গের ডিআইজি পঙ্কজ ভার্মা। তিনি জানান, উদ্ধার করা মৎস্যজীবীরা বাহিনীর উদ্ধারকারী জাহাজে আছে। তাদেরকে রাজ্যের পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে এবং দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।