অবতক খবর,১৩ অক্টোবরঃ আজ ১৩ই অক্টোবর নৈহাটির ঐকতান মঞ্চে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে এবং নৈহাটি থানার উদ্যোগে আসন্ন কালীপুজো ও ছট্ পুজো উপলক্ষে একটি শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছিল। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়,সিআইসি সনৎ দে,পার্থ প্রতিম দাশগুপ্ত,কানাইলাল আচার্য্য, রাজেন্দ্র গুপ্ত সহ উপস্থিত এসিপি নৈহাটি, নৈহাটি থানার আইসি অরূপ ঘোষ এবং ছিলেন দমকল ও বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা।

এই বৈঠকের উদ্দ্যেশ্য,আসন্ন কালীপুজো এবং ছট্ পুজো এই দুটি উৎসব যাতে ভালোভাবে এবং নির্বিঘ্নে হয়।

এছাড়াও দর্শক আসনে উপস্থিত ছিলেন নৈহাটির সমস্ত রেজিস্টার্ড কালীপুজো কমিটির কর্তারা।

নৈহাটি পৌরসভার চেয়ারম্যান বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, নৈহাটির বড় বড় পুজো কমিটিগুলো টাকার বিনিময়ে টিকিট বিক্রি করে। যারফলে সৃষ্টি হয় যানজটের। সাধারণ দর্শনার্থীরা দীর্ঘ সময় লাইন দিয়ে ঠাকুর দেখেন। ইচ্ছাকৃতভাবে একটা ভিড় তৈরি করা হয়। এই ব্যবস্থা প্রতিহত করতে চেয়ারম্যান প্রশাসনকে নির্দেশ দেন।