অবতক খবর,১৩ অক্টোবরঃ সম্মিলনীতে ফের বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।তিনি বক্তব্যে অনড় থাকলেন দিলীপ ঘোষ।ফের কাঁচা বাঁশ কাটার নিদান।পঞ্চায়েত ভোট অনেক দিন বাকি আর তার আগেই দিলীপ ঘোষের নিদান,”নিশ্চয়ই তলোয়ার থাকবে, বাঁশ থাকবে সব থাকবে।পঞ্চায়েতে হিসাব শুরু হবে।” পাশাপাশি তিনি বলেন-“ছল করবে ওরা। আমাদের ও তৈরি থাকতে হবে।কাঁচা বাঁশ কেটে গাঁট শুদ্ধ রাখবেন,পিঠে পড়লে শুধু বাবাগো বললে হবে না,হাসপাতাল পর্যন্ত যেতে হবে।”

পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির সাঁতরাপুরের বনদেউলিতে বিজয়া সম্মিলনী তে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলিপ ঘোষ।বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সরাসরি পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কে ব্যক্তি আক্রমন করেন।তিনি বলেন-“আমি বলছি বলে অনেকের, অজিত মাইতির কষ্ট হয়েছে।কালকে খড়্গপুরে আমাকে তলোয়ার দিয়েছিল বলে দেখ অনেকের পিলে চমকে গেছে।তলোয়ার দেখলে রাস্তার লোক ভয় পাবে কেন ?যাদের কিছু গড়বড় আছে এদিক ওদিক, দিলিপ ঘোষের হাতে তলোয়ার মানে মুশকিল আছে।গেলে ফেরা যাবে না।চোর ডাকাতের ভয় হবে।”

এছাড়াও একাধিক ভাষায় কটাক্ষ রাজ্যের সরকার কে।