এটা কি কোন প্রতীকী! ভারতবর্ষের স্বাধীনতার 75-তম বর্ষ। চলছে অস্ত্র দেখানোর প্রদর্শনী। ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে 13 থেকে 19 ডিসেম্বর তরুণ যুব ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রদর্শনী চলবে।

সমরাস্ত্র
তমাল সাহা

তোমার বাড়ির পাশে কেন গড়ে উঠলো রাইফেল ফ্যাক্টরি?
জায়গাটির নামই বা কেন ইছাপুর!
গঙ্গার তীর, বারুদ গন্ধে ভরপুর।

দেখো,কত দক্ষ আমাদের কামগার
কি অপূর্ব তাদের নির্মাণশৈলী
গড়ে তুলেছে অস্ত্রাগার।

তোমাকে দেখানোর জন্য
এই বিস্তৃত আয়োজন।
ইন্সাস শটগান সিঙ্গেল গান
অ্যাসল্ট রাইফেল স্নাইপার করো চাক্ষুষ প্রদর্শন।
সময় কি সমাসন্ন? তৈরি হও।
এবার শুধু রইল বাকি প্রশিক্ষণ।

তুমি তো জানো
কে তোমার শত্রু, কে তোমার অরি।
কার জন্যে হবে তুমি হবে পাল্টা বৈরী।
তোমার তো লক্ষ্য স্থির নির্দিষ্ট চাঁদমারি।