অবতক খবর ,সম্পা ভট্টাচার্য :জলপাইগুড়ি :-  বুনো হাতির পাল দেখতে মানুষের ঢল নামলো চাবাগানে। সোমবার ঘটনাটি ঘটেছে , মাল ব্লকের কুমলাই চা বাগানের নয়া কামান ডিভিশনের ১৪ নং সেকশনে। এদিন সকালে বাগানের মধ্যে ৬ টি শাবকসহ ২৫টি হাতিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।স্থানীয় চাবাগান শ্রমিকরা জানায়, রবিবার রাতেই এখানে জড়ো হয়েছিল হাতির দলটি।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় , মাল বন্যপ্রাণ ২ রেঞ্জের রেঞ্জার বিভুতি ভুষন দাস ও অন্য বনকর্মীরা।

চা শ্রমিকরা কাজকর্ম ছেড়ে হাতি দেখতে ভীড় জমায়।ভীড় সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় মাল থানার পুলিশ। বনদপ্তর সূত্রে জানা গেছে,হাতিগুলো তারঘেরা জঙ্গল থেকে এসেছিল।ফেরার সময় রাত হয়ে যাওয়ায় ওখানে দাঁড়িয়ে পড়েছে।বনকর্মিরা সারাদিন হাতিগুলোকে পর্যবেক্ষনে রেখে সন্ধ্যায় জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়।