অবতক খবর, বাঁকুড়াঃ স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্ম দিবস উপলক্ষে গোটা দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।বিভিন্ন সংগঠন নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই মহতী দিনটিকে পালন করছেন।

আর সেই মতোই আজ বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে একটি বিশাল বাইক ও সাইকেল ৱ্যালির  আয়োজন করা হয়। প্রায় ২৫০ থেকে ৩০০ জন সদস্য এই ৱ্যালিতে  অংশগ্রহণ করেছিলেন । বিষ্ণুপুর শহরের ছিন্নমস্তা থেকে ৱ্যালি  শুরু হয়ে শেষ হয় গরদড়জায় । সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় ।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সদস্য বলেন , প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বাইক ৱ্যালির আয়োজন করেছি । হিন্দুত্ব রক্ষায় স্বামী বিবেকানন্দের যে ভূমিকা ছিল , হিন্দু ধর্মকে গোটা বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছিলেন আমরা সেটাকে স্মরণ করেছি ।