আসানসোলে পালিত হল বিবেকানন্দের জন্মদিবস।

অবতক খবর, আসানসোল: স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে যথাযথ সম্মান ও মর্যাদার সাথে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরে তৃনমুল কংগ্রেসের দলীয় অফিসে স্বামীজির মানবকল্যান ধর্ম অনুসরন করে শীতবস্ত্র প্রদান কর্মসূচি নেওয়া হয় রাজ্য যুব তৃনমুল কংগ্রেসের তরফ থেকে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব  তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক রুদ্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জন প্রতিনিধি অজ্ঞনা শর্মা ও যুব তৃনমুলের অমিত সেন, রূপক রাই, বুদ্ধদেব সম্মাদার প্রমুখেরা।

বিশিষ্ট ক্রীড়াবিদ ও তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতি র রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন, প্রায় পাঁচ শতাধিক মানুষ আজকের অনুষ্ঠানে শীতবস্ত্র পেলেন, মহান যুব সমাজের আদর্শ স্বামী বিবেকানন্দের জন্মদিনে তারই আদর্শে অনুপ্রানিত হয়ে আমরা এই শৈত্যপ্রবাহে মানুষের পাশে দাঁড়িয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী ও যুব তৃনমুলের রাজ্য সভাপতি অভিষেক ব্যানার্জীর এবং তৃনমুল কংগ্রেসের মানবসেবার আদর্শ তুলে ধরলাম, এটাই আমাদের বড় প্রাপ্তি।