অবতক খবর :: উত্তর দিনাজপুর ::   করোনা সংক্রমনের জেরে এই সংকটময় পরিস্থিতিতে গোটা জেলা জুড়ে শিক্ষকরা যেভাবে রক্তদান করতে এগিয়ে আসছেন তাতে অভিভূত সকলে। তারা সামাজিক দূরত্ব এবং সামাজিক দায়বদ্ধতা মেনে এগিয়ে এসেছেন এই কর্মসূচিতে এবং এই শিক্ষকদের দেখে অন্যান্যরাও রক্তদানে উৎসাহিত হবেন।

মঙ্গলবার ইসলামপুর মহকুমা হাসপাতালে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার আয়োজনে রক্তদান শিবিরে এসে এমনই বলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী ।সেখানে উপস্থিত হয়েছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। তিনিও শিক্ষকদের এভাবেই সামাজিক দায়বদ্ধতা মেনে রক্ত সংকট দূর করতে ধারাবাহিকভাবে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন।

সংগঠনের জেলা সম্পাদক গৌরাঙ্গ চৌহান বলেন, মানুষ হিসেবে এটাই আমাদের দায় বদ্ধতা ।এই সংকটের মুহূর্তে যখন রক্ত সংকট চলছে তখন তা দূর করতে গোটা জেলাজুড়ে এগিয়ে এসেছেন তারা। এদিন ওই শিবিরে জেলা সংগঠনের শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রঞ্জিত দাস এবং সহ-সভাপতি মুকুন্দ বেপারী প্রমুখ।