অবতক খবর,৬ এপ্রিল: অনেক বাধা থাকা সত্ত্বেও শেষমেশ ঘর ওয়াপসি করলেন বিশ্বনাথ ধর। এই বিশ্বনাথ ধর প্রথমে বিজেপি করতেন। কিন্তু ২০১৯ যে ঘটনা ঘটেছিল অর্থাৎ হালিশহরের বাসিন্দা তথা বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের হত্যা। এই হত্যাকাণ্ডে অভিযোগকারী ছিলেন বিশ্বনাথ ধর। ফলত একের পর এক অত্যাচার নেমে আসে তাঁর উপরে। উপায়ান্তর না দেখে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর তৃণমূল দলের পক্ষ থেকে তাঁকে অলিখিতভাবে হালিশহর আইএনটিটিইউসি’র সভাপতি করা হয়। বাঘমোড়ের পার্টি অফিসে বসে তিনি কাজকর্ম দেখভাল করতেন। মাঝে তাঁকে একাধিক কর্মসূচিতেও দেখা যায়। এরপর ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে বীজপুরের নেতারা তাঁকে ছাঁটতে শুরু করে দিয়েছেন। তৃণমূল দলের প্রতি মন ক্ষুন্ন হয় তাঁর।

শেষমেষ গতকাল শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং-এর উপস্থিতিতে ও জেলা সভাপতি মনোজ ব্যানার্জীর হাত ধরে ফের তিনি বিজেপিতে যোগদান করলেন। তাঁর সাথে বিজেপিতে যোগদান করেন প্রায় শতাধিক কর্মীরা।

বিশ্বনাথ ধর জানান, লোকসভা নির্বাচনে অর্জুন সিং প্রচুর ভোট নিয়ে জয়ী হবেন আর তার জন্য আমরা সকলে মিলে দিন রাত পরিশ্রম করব।