অবতক খবর, শিলিগুড়ি :     শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে মৃত্যুর খবর বাড়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। শিলিগুড়ির দেশবন্ধুপাড়া, তিনবাতি মোড় এবং খালপাড়া থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে। শিলিগুড়ি শহরে একই পরিবারের মোট ৫ জনের খবর পাওয়া গেছে, বাবুপাড়াতে আক্রান্তের খবর পাওয়া গেছে।

শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে কোভিড নিয়ে নানারকম তথ্য উঠে আসছে। কোথাও কোথাও পরিক্ষা করবার পরে রিপোর্ট না আসারও খবর পাওয়া গেছে। শিলিগুড়িতে গতকাল মোট আটজনের মৃত্যু হবার খবর প্রকাশিত হবার পরে চাঞ্চল্য ছড়ায় গোটা শহর জুড়ে। শিলিগুড়ি দিশান এবং চ্যাং এর হাসপাতালে প্রচুর মানুষ আসছেন পজিটিভ রিপোর্ট নিয়ে। এদের ভর্তিতেও সমস্যা তৈরী হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

গোটা শহরে আক্রান্তের সংখ্যা গত তিন চারদিন থেকে কম হলেও মৃত্যুর হার বাড়ায় চিন্তিত সাধারণ মানুষ। গোটা শিলিগুড়িতে মোট আক্রান্তের সংখ্যা দুহাজার ছাড়িয়েছে, এবং নানা জায়গা থেকে আরো আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শহর শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যা কম থাকায় চাপ কমেছে বটে কিন্তুু তার সাথে সাথে গোটা উত্তরবঙ্গ থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে।