অবতক খবর,২২ ডিসেম্বর: শিলিগুড়ি শহরের বিভিন্ন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে এবার উন্নয়নের জন্য রাস্তায় নামলো।শিলিগুড়ি পৌরোনিগম। শিলিগুড়ি শহরকে ডেঙ্গি মুক্ত করে তোলার জন্য শিলিগুড়ি মিউনিসিপল কর্পোরেশনের অফিসে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় তারা শিলিগুড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য ডেঙ্গি মুক্ত করবার জন্য এক বিশেষ কর্মসূচির আয়োজন করবে তাই।

সেই কর্মসূচিকে সামনে রেখে আজ শিলিগুড়ি পৌরোনিগমের অন্তর্গত 7 নং ওয়ার্ডে সদস্যেরা
স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির সাহায্যে 7 নং ওয়ার্ডে স্পেরে সহ বিলিচিং ছিটিয়ে ডেঙ্গি প্রতিরোধ করার চেষ্টা করলো। উপস্হিত ছিলেন শিলিগুড়ি মিউনিসিপালিটির প্রশাসক মন্ডলীর সদস্য মানিক দে,দেবু সেনগুপ্ত, কোর্ডিনেটর পিন্টু ঘোষ এবং স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বৃন্দ।