বড়ো নেতা গরিব আদিবাসী, কখনো বা দলিতের বাড়ি মাটিতে আসন পেতে পাতপেড়ে নিরামিষ ভোজন করছেন। সৌভাগ্যবতী ভারত মা আমার!

শাকাহারী নেতা
তমাল সাহা

দাঙ্গায় রাঙানো হাত
গোগ্রাসে গিলছে আদিবাসী ভাত।

বাঁকুড়ার চতুরডিহি পাড়া
ফেলে দিয়েছে সাড়া।
বঙ্গে ছড়িয়েছে জবর খবর
ধামসা মাদল বাজিয়ে জামাই আদর।

আমরা বলে দিতে পারি
নেতারা কবে যাবে কার বাড়ি।
আদিবাসীর ঘরে কেন কখন
কবে পাতবে পাত!
সঙ্গে কী কী থাকবে–
হরেক সব্জি দহি ভাত।

কী কচি সবুজ কলাপাতা!
তার উপর বসেছে শালপাতা
ভাবা যায় নেতার মাটিতে উপবেশন!
পরিবেশনে আদিবাসী রমণীগণ।
আহা কী দৃশ্য!
নেতা গেছে চলে মাটির শিকড়ে
কত সব কুচির কাজ মনের ভিতরে।

দলিতের রক্তে রাঙানো নেতার হাত
সেই হাত সাফসুতরো করে
আহা কী প্রেম!
ধোয়াবে দলিতের অস্পৃশ্য পা
ভোটের আগে এ সবই জল মাপা।

আহা! এ দেশে নেতাদের কী মায়া মমতা।
মানুষকে এত ভালোবাসা!
আস্তিনে লুকানো ভোটের ছুরি
মুখে মিছরি বুকে ক্ষমতা।