অবতক খবর, সংবাদদাতা , মুর্শিদাবাদ ::  মুর্শিদাবাদের খরগ্রাম পরিচিত নাম মফিজ উদ্দিন মন্ডল তিনি ছিলেন জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ তার অকাল মৃত্যুতে জেলা পরিষদ একটি খরগ্রাম এ স্মরণসভার আয়োজন করছে এবং এই স্মরণসভায় আসতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই কথাটি সংবাদমাধ্যমকে জানান জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল।কিন্তু এই স্মরণ সভা কে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা সভার ডাক দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান।  উপস্থিত থাকার জন্য বলা হয় জেলা পরিষদের সদস্যদের কিন্তু সেই সংখ্যাও ছিল অনেকটাই কম ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলার কিছু বিধায়কেরা তবে আবু তাহের খানের বক্তব্য খরগ্রাম স্মরণ সভা হবে দলীয় পতাকার নিচে।   এই আলোচনা সভায় অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি মোশারফ হোসেন এবং জেলার কডিনেটর সৌমিক হোসেন।এছাড়াও আসেননি আরও বেশকিছু  বিধায়ক। জেলা সভাপতির বক্তব্য সকলকে জানানো হয়েছিল তাদের নিজের নিজের ব্যক্তিগত কাজে বাইরে আছেন বলে তার মত।এখানে প্রশ্ন তাহলে আগামী 8 তারিখ জেলা পরিষদের উদ্যোগে হবে স্বরণসভা না দলীয় পতাকার নিচে হবে মফিজ উদ্দিন মন্ডলের স্বরণসভা সেটাই দেখার বিষয়।