অবতক খবর,২৯ অক্টোবর,পূর্ব বর্ধমান:- শহর বর্ধমানে করোনা আক্রান্ত ঊর্ধ্বমুখী হতেই,সচেতন করতে এগিয়ে এলো পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্স ও তেঁতুল তলা সবজি এবং মৎস্য ব্যবসায়ী সংগঠন ।
এদিন বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট চত্বরে মাস্ক বিতরণ ও সচেতনতা কর্মসূচি গ্রহণ করেন ব্যবসায়ীরা।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বর্ধমান থানার আই, সি,সুখময় চক্রবর্তী, মহিলা থানার আই,সি,বনানী রায়,চেম্বার অফ ট্রেডার্সের সভাপতি আমজাদ হোসেন,সম্পাদক চন্দ্র বিজয় যাদব, চেয়ারম্যান বিশ্বেশ্বর চৌধুরী, মৎস্য ও সবজি ব্যবসায়ীর সম্পাদক শেখ স্বপন ও সামসুল আলম সহ ব্যাবসায়ীগন।
কার্যতঃ মহতী আজকের এই অনুষ্ঠান থেকে পথ চলতি মানুষদের হাতে মাস্ক তুলে দেন। এছাড়া সব সময় মাস্ক পড়ার অনুরোধ করা হয়।

এদিন চেম্বার অফ ট্রেডার্সের সচেতনতা শিবিরে উপস্থিত থেকে করোনা বিষয়ে বিশেষ আলোকপাত করেন IC সুখময় চক্রবর্তী ও বনানী রায়।
এছাড়া পূর্ব বর্ধমান জেলার চেম্বার অফ ট্রেডার্সের ব্যবসায়ীর নক্ষত্র বিশ্বেশ্বর চৌধুরী করোনা এবং সচেতনা নিয়ে আলোচনা করেন। তিনি জানান সপ্তাহব্যাপি প্রতিদিন দেড় হাজার মাস্ক বিতরন করা হবে কার্জনগেট চত্বরের ট্রাফিক কন্ট্রোল রুমের সামনে।
কার্যতঃ এহন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথ চলতি সাধারণ মানুষ।