অবতক খবর,২৯ অক্টোবর:  ইসলামপুর সদর চক্রের প্রাথমিক বিদ্যালয়গুলির রং সেনিটাইজেশন রিপিয়ারিং মিড ডে মিলের আবাসন পত্র বিষয়ে বিদ্যালয় মারফত সম্পন্ন করার দাবি নিয়ে ভিডিওর মারফতে উত্তর দিনাজপুর জেলা শাসক কে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স এসোসিয়েশন ইসলামপুর সদর চক্র তরফে স্মারকলিপি দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর সদর চক্রের সভাপতি সন্তোষ কুমার দাস বলেন খুব শীঘ্রই স্কুল গুলি খুলতে চলছে তার কারণে বিভিন্ন স্কুলে রিপিয়ারিং এবং সেনিটাইজেশন এর ইতিহাস কাজ করা হবে কিন্তু সেসব কাজ জেলা প্রশাসন দপ্তর থেকে ঠেকেদার মারফতে করাতে চাচ্ছে সেই নিয়ে তাদের আপত্তি রয়েছে কেননা এর আগে যতগুলি কাজ থেকে আদার মারফত করা হয়েছে সবগুলি কাজ নিম্নমানে হয়েছে ।

সঠিক মানে সরকারি নিয়ম মেনে সমস্ত কাজ হয় তার জন্যই স্কুল মারফতে কাজ করানোর দাবি তারা করছেন। স্কুলের একাউন্টে টাকা দিলে স্কুলের শিক্ষক ছাড়া স্কুল কমিটি সভাপতি সম্পাদক ও স্কুলের অভিভাবকরা সকলে মিলে ভালোভাবে স্কুলের কাজ করতে পারবে তাই তারা কয়েক দফা দাবি নিয়ে ভিডিওর মারফতের জেলাশাসক কে বিদ্যালয় গুলির রং সেনিটাইজেশন , রিপিয়ারিং এর টাকা সরাসরি বিদ্যালয় একাউন্টে পর্দা করা ও বিদ্যালয়ের মারফতে কাজ করার দাবি জানিয়েছেন তার পাশাপাশি বিদ্যালয়গুলির প্রয়োজনীয় ডাইনিং হল এবং রান্নাঘরের রিপিয়ারিং দুরন্ত কোরা এবং বিদ্যালয়গুলির মিড ডে মিলের বাসনপত্র ইত্যাদি প্রয়োজন সঠিকভাবে অধ্যায়ন করা ও বিদ্যালয়গুলির সেনিটাইজেশন এর কাজ দ্রুত সম্পন্ন করার দাবি তারা জানিয়েছেন।