রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::   হাওড়া নাবঘরা গৌরী আশ্রমের রথ যাত্রা। এই বছরে ৩১ বছরে পা দিলো। এই রথযাত্রা কে ঘিরে প্রতি বছর লক্ষাধিক লোকের সমাগম হতো। এই বছর করোনা আবহে প্রায় বিপরীত চিত্র ধরা পড়লো। হাতে গোনা কয়েকজন ভক্ত পরিবেষ্টিত হয়ে যাত্রা শুরু করলো হাওড়া নাবঘরা গৌরী আশ্রমের রথ।

এই আশ্রমের সভাপতি ও রথ কমিটির সম্পাদক জানান এই বছরের রথ নিয়ে তারা যথেষ্ট চিন্তিত ছিলেন। কিভাবে রথ যাত্রা হবে। কিভাবে সেই রথ মাসির বাড়ি পৌঁছবে সেই নিয়ে প্রশাসনের থেকে বারণ করা ছিল। আজকে বেলা ১১ টার পরে সমাধান সূত্র বেরোয়। সেই সিদ্ধান্ত অনুসারে শুধুমাত্র আশ্রমের ১৭০ জন সদস্যরাই ওই রথ কে গন্তব্যে পৌঁছায়।