অবতক খবর :: শিলিগুড়ি ::    আজ রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের পুন্য যাত্রা। কিন্তুু এবারে রথ বের হচ্ছে না,করোনার কারনে। মানুষ আজ থেমে গেছে, কাজ নেই নেই ব্যাবসাও শুধু আছে আতঙ্ক। তাই সরকারী নির্দেশে কোথাও বের হচ্ছে না রথ। মানুষকে তাই থেমে যেতে হচ্ছে প্রভু জগন্নাথ দেবকে মন্দিরে দর্শন করেই, ইসকনে বের হচ্ছে না রথ নিষেধাজ্ঞা সরকারের পক্ষ থেকে, বিধান মার্কেটেও একই অবস্থা। তাই এবারে রথযাত্রা একটু অন্যভাবে পালিত হচ্ছে শিলিগুড়িতে।

শিলিগুড়িতে তাই এবারে আড়ম্বর প্রায় নেই বললেই চলে। কোথাও নেই জিলিপি কোথাও নেই পাপড় ভাজা নেই কোথাও বাশীর ডাক। এবারের রথযাত্রা যেন করোনার ঘনঘটায় চারিদিককে অন্ধকারময় করে দিয়েছে। শুধু শিলিগুড়ি কেন বন্ধ সব জায়গায় রথ।