লেনিন বাঙালি
তমাল সাহা

হাঁটি ক্রমাগত হাঁটতে থাকি…
আদিবাসীরা থাকে এইখানে
মাটির ঘর, লেপাপোছা দেয়াল,
নিকোনো উঠোন।
খুঁটিতে বাঁধা ছাগল কাঁঠাল পাতা চিবোয়।
দেখি লেখা আছে লেনিন পাড়া।
তাহলে কী দাঁড়ালো?
লেনিন থাকে পাড়ায় পাড়ায়

হাঁটতে থাকি…
দেখি রাস্তার নাম লেনিন রোড
তার মানে দাঁড়ালো লেনিন থাকে রোডে রাস্তায়।
লেনিন ঝোপড়ি বস্তিতেও থাকে
দেখি হয়ে গেছে কত লেনিন কলোনি।
কলকাতা থেকে কাঁচরাপাড়া
কত জায়গায় লেনিন সরণি!

হাঁটতে থাকি, এগিয়ে যাই
আবার দেখি লেনিন পাঠশালা।
ও মা! এ যে দেখি লেনিন পাঠাগার!
লেনিনে লেনিনে ছেয়ে গেছে
বাংলার হাট মাঠ বাজার।

কত শহর হয়ে গেছে লেনিন নগর
প্রকাশ্যে এসে গেছে
লেনিনগড় শব্দটি সঙ্গে লেনিনপুর,
খুঁজে পেয়ে যাই লেনিন পল্লী।
এতো লেনিন কোত্থেকে আসে?
এতো লেনিন মূর্তি শহরগঞ্জে!
কী আশ্চর্য!
গাঙ্গেয় উপকূলে লেনিন হয়ে গেছে বুঝি বাঙালি‌।