অবতক খবর :: বহরমপুর ::   মুর্শিদাবাদ জেলার লালবাগে হাজারদুয়ারি একটি ঐতিহাসিক স্থান সারা বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রচুর পর্যটক আসেন এই লালবাগ শহর ঘুরতে। গোটা শহর জুড়ে ইতিহাস ছড়িয়ে আছে নবাবের হাজারদুয়ারি থেকে শুরু করে মতিঝিল পার্ক কোনটাই বাদ দেওয়ার মত নয়।

তবে ভারতবর্ষে প্রথমে এনআরসি, এনপিআর নিয়ে আন্দোলনে সমস্যায় পড়েছিলেন এখানে যারা ব্যবসা করেন সেই সকল মানুষ গুলো, এবার করোনা আতঙ্কে লকডাউনে সবকিছু বন্ধ থাকায় চরম সমস্যার মধ্যে দুর্দশার দিন কাটাচ্ছেন ২০০ টাঙ্গা চালক।

জানা যাচ্ছে বহুদিন ধরে কোন পর্যটক নেই লালবাগে, সমস্যায় আছেন টাঙ্গা চালকরা তাদের দুটি পরিবার একটি নিজের অপরটি ঘোড়া, তাদের খাওয়ানো যে খরচা হয় সেটি তারা জোগাড় করতে পারছেন না । লকডাউন হালকা হলেও করোনা আতঙ্কে কোন পর্যটক আসছেন না। তাই টাঙ্গা চালকদের পক্ষ থেকে প্রশাসনের কাছে সাহায্যের আকুতি জানাচ্ছেন।