প্রাকৃতিক দুর্যোগ তা
আম্ফান বা করোনা হোক যাই।
প্রস্তুত আছে দুই ভাই,
কাটমানি ও কামাই।

আম্ফান আমদানি
তমাল সাহা

আম্ফান এসেছে
লাইনে দাঁড়াও, তুমি যাও ত্রাণে।
ত্রিপল সাপ্লাই করেছে যে
তার সাথে নেতা কি বলছে
কানে কানে?

আরে! কাটমানিটা দিতে
কেন এত দেরি?
তখন তো বরাতটা পেতে
তোর কি দ্রুত পায়চারি?

ত্রিপল কোথায় ছাই?
এ তো! কালো হলুদ পলিথিন!
দেখি টাঙানো সারি সারি।
থালা পেতে তার নিচে
বসে আছে অনাহারী।
পলিথিনের যা তাপ!
মাথা তো গরম আরো ভারী।

বিধ্বস্ত গ্রাম
ভেঙেপড়া বাঁধ-ইতো ভালো।
কামাইয়ের রাস্তা জমকালো।
সংস্কারে বরাত পাবে
কোন কোম্পানি?
শুরু হয়ে গেছে হানাহানি।

যত দুর্যোগ তত মুনাফা,
তত কাটমানি।
কবেই তো বলে গেছে মার্কস্
আমরা তো এসব জানি–
কোথায় দিতে হবে প্রণামী।