অবতক খবর::নদীয়া::চাকদাহ থানার অন্তগত মদনপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় আজ সকাল ছয়টা থেকে সবজি বাজারে মানুষের ঢল চোখে পড়ল |লকডাউন এর তৃতীয় দিন হলেও প্রতিদিনের মতনই এখানে বসেছে বাজার।মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে প্রচুর লোকেরা তাদের মধ্যে সচেতনতার কোন বালাই নেই। অনেকের অভিযোগ একই সাথে দুটি পাইকারি বাজার খোলা থাকায় বিপাকে সাধারণ মানুষ ।পুলিশ প্রশাসন এবং এসডিও তরফ থেকে বারবার মাইকিং করা সত্ত্বেও মানুষ কেন এত অসচেতন।

সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে এই হাট। অনেকেই প্রশ্ন করছে বাজারের ছবি যদি এই হয় তবে কি করে ঠেকানো যাবে এই করোনা ভাইরাস এর মতো রোগ। এখনো যদি মানুষ সচেতন না হয়, এরকম ভাবে ভিড় জমিয়ে সবজি বিক্রি-বাট্টা করে তবে নদীয়াতেও মৃত্যু-মিছিল হবে বলে মনে করছেন অনেক সাধারণ মানুষ।তবে সূত্রে খবর পুলিশ প্রশাসন এবং কল্যাণী এসডিও এই খবর পাওয়া মাত্রই যথাযথ ব্যবস্থা নেয় এবং বাজারটি ফাঁকা করে দেন । পুলিশের তৎপরতা দেখে খুশি এলাকাবাসী থেকে সাধারণ মানুষ।তাই অবতক খবরের পক্ষ থেকে আবেদন পুলিশ প্রশাসন ,এসডিও, বিডিও এনাদের সহযোগিতা করুন এবং তাদের কথা মেনে চলুন এর ফলে মানুষ এই করোনা ভাইরাস রোগকে প্রতিরোধ করতে পারবে।