অবতক খবর , সংবাদদাতা , আসানসোল :-  লকডাউন অমান্য করার দৃশ্য দেখা গেল আসানসোলে। এদিন আসানসোলের ট্রাফিক কলোনি এলাকায় রেলের এক পার্কে বহু মানুষের ভিড় দেখা গেল। লকডাউন অমান্য করে পার্কে ঘুরতে দেখা গেল। এমনকি পার্কের ভেতরে রেলের ক্যান্টিন খোলা ছিল। আজ রাজ্য জুড়ে লকডাউন চলছে। তখনই রেলের এই পার্কে মানুষের ভিড় লক্ষ করা গেল।

এদিন পার্কে গিয়ে দেখা গেল আট থেকে আশি সকলেই রয়েছে। পার্কে ঘোরার পাশাপাশি ক্যান্টিনে খাবার কিনে খাচ্ছেন।পার্কে বেশির ভাগ মানুষের মুখে মাস্কও ছিল না। যখন রাজ্য সরকার সম্পূর্ণ লকডাউন ঘোষনা করেছেন তখন কি করে রেল কতৃপক্ষ এই পার্ক খোলার অনুমতি দিলেন। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌচ্ছে সকলকেই পার্ক থেকে বের করে দেয়। কিন্তু লকডাউনে পার্ক কেন খোলা ছিল। যদিও এই বিষয়ে রেলের আরপিএফের সিনিয়ার কম্যান্ডেন্ট চন্দ্র মোহন মিশ্রা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।