দেশ কি এখন প্রাদেশিকতার দিকে ঝুঁকে গেছে? যে ভাবে রাষ্ট্র চলছে তাতে তো তাই বোঝা যাচ্ছে….

গুজ্জি
তমাল সাহা

টুকুন বলে, বাবা!
শুনেছো এই শব্দটি– গুজ্জি।
আমি বলি,
এরাই এখন রামমন্দিরের ভুজ্যি।

দেশ এখন গুজ্জিদের হাতে।
মানুষকে মারবে পেটে-ভাতে।
প্রধানমন্ত্রী থেকে সুপ্রিম কোর্ট,
আর বি আই গভর্নর,সেনাবাহিনী,
কর্পোররেটি আম্বানি, লুঠেরা আদানি
দেশটাকে ওঠাবে চৌপাটে।

বাবা,একে কি বলে প্রাদশিকতা?
না,এটা নয়া মহাভারত কথা!

হায়, গান্ধীজিও ছিলেন গুজরাটি।
দেশের জন্য খালি গায়ে
পরনে নেংটি,কী হাঁটাহাঁটি!