অবতক খবর :: আসানসোল :: ২৭ এপ্রিল ::    করোনা সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে কাজ ও আয় দুটিই বন্ধ আমজনতার। তাই সরকারের তরফ থেকেও বিভিন্ন কর ও চার্জে ছাড়ের ঘোষণা করা হয়েছে, অথবা পরিশোধের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানেই ঠিক তার উল্টো পথে হাঁটলো একটি বেসরকারি স্কুল।

যেখানে সরকারের পক্ষ থেকে চার্জের বিষয়ে শিথিলতা আনতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এমনকী বিভিন্ন বোর্ড পরীক্ষাও শেষ হয়নি সেখানে আসানসোলের একটি বেসরকারি স্কুলে হোম স্টুডেন্টদের ভর্তির জন্যে গত বছরের থেকে ২০% চার্জ বাড়িয়ে দিয়েছে। এবং এই লকডাউন পরিস্থিতিতেও উক্ত ফী আগামী ৩০ তারিখের মধ্যে জমা দিতে বলা হয়েছে ৷ জমা দেওয়া না হলে তার ওই স্কুলে ভর্তির কোনো নিশ্চয়তা থাকবে না বলেও জানানো হয়েছে স্কুল সূত্রে। তেমন হলে আসনটি অন্যের জন্যে বরাদ্দ করা হবে ৷ আর এখানেই আতান্তরে পড়েছে দশম শ্রেণি থেকে একাদশ শ্রেণিতে ভর্তির ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা ৷ এই পরিস্থিতিতে অভিভাবকেরা প্রতিবাদ জানিয়ে ফীজ কমানোর দাবিতে সোমবার অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা করে ৷