অবতক খবর :: আাসনসোল :: ২৭ এপ্রিল ::    মারণ রোগ করোনা ভাইরাস সমগ্র বিশ্বে জুড়ে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। করোনার দাপট রুখতেই দেশ এবং রাজ্যগুলিতেও লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও এর জেরে দিন আনা দিন খাওয়া মানুষদের দুর্বিষহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

সেরকমই আসানসোলের রেলপাড় অঞ্চলের ২৭ নম্বর ওয়ার্ডে ধাদকাতে এক সাইকেল মেকানিক এবং মোটরবাইক মেকানিক দুই অসহায় মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। শংকর গড়াই ও মনোজ বিশ্বকর্মা নামে ওই দুই ব্যক্তির বক্তব্য, “বিভিন্ন জায়গায় আমরা ত্রাণের সাহায্যর জন্য গিয়েছি, কিন্তু আমাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে।” তাই তারা বাধ্য হয়ে সাইকেল ও মোটর বাইক গ্যারেজ বন্ধ করে দাঁড়িপাল্লা নিয়ে সবজি বিক্রি করতে শুরু করেছেন। পাশাপাশি এরা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই অঞ্চলের বিধায়ক ও কাউন্সিলরের বিরুদ্ধেও। এইরকম অনেক মানুষকেই সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে দিন আনা দিন খাওয়া মানুষদের দুবেলা অন্নসংস্থানের জন্য কি না করতে হয় যখন সমগ্র দেশ লকডাউনে।