অবতক খবর :: আসানসোল ::    বারাবনি ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর গ্রামে লকডাউন হওয়ার ঠিক এক দিন আগেই উড়িষ্যার থেকে কিছু সাপুড়ে সাপ খেলা দেখাতে এসেছিল ।

পেটের তাগিদে এতদূরে আসা এই মানুষগুলো কোরোনা ভাইরাসের জন্য সরকারের নির্দেশে লকডাউন ঘোষণার পর, আর উড়িষ্যায় ফিরে যেতে পারেনি কিন্তু বর্তমানে তাদের অবস্থা খুবই খারাপ। কপর্দকশূন্য এই গরীব মানুষগুলোর দু বেলা খাবার জুটছে না। চরণপুর গ্রামে কিছু লোকজন স্থানীয় একটি শিশুশিক্ষা কেন্দ্রে তাদের  থাকার জায়গা করে দিয়েছেন । এরই সাথে  সাধ্য মত গ্রামের মানুষরা চাল,আলু তেল,মসলা দিয়ে তাদের সাহায্যও করছেন। কিন্তু সরকারিভাবে তাদের কাছে এখনও কোনরকম সাহায্য এসে পৌঁছায়নি ।

শিশু ও বৃদ্ধা মিলিয়ে তারা  মোট ৬  জন আছে । এখন তাদের কাছে দু’ মুঠো খাবারের জন্য মানুষের মুখাপেক্ষী হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই ।