অবতক খবর :: শিলিগুড়ি ::    দিনবাজারের সবজি ব্যবসায়ীরা পসরা সাজাচ্ছেন জলপাইগুড়ি শহরের প্রধান রাস্তার উপর। লক ডাউন এর কারণে অত্যাধিক ভিড় এড়াতে জলপাইগুড়ি শহরের দিনবাজারের সবজি মার্কেট স্পোর্টস কমপ্লেক্স এর পেছনে সরিয়ে নিয়ে গিয়েছিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। কিন্তু পরিকাঠামোর অভাবে বেশিরভাগ সবজি ব্যবসায়ীরা এখানে যেতে চাইছেন না। মাথার ওপর নেই কিছুই বসতে হচ্ছে নদীর বালিতে , না আছে জলের ব্যবস্থা, না আছে নিত্যকর্ম করার জায়গা। ফলে দিনবাজারের এই সবজি ব্যবসায়ীরা জলপাইগুড়ি শহরের বেগুনটারি, শিল্পসমিতি পাড়া , দিশারী ক্লাবের মোড় , শান্তিপাড়া, এলআইসি সরণি, বয়েলখানা বাজারের রাস্তার ওপর ভীড় জমাচ্ছেন।

প্রশাসনিক গাফিলতির কারণেই স্পোর্টস কমপ্লেক্স এর পেছনের মাঠে সবজি বাজার জমে উঠছে না বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। এদিকে রাস্তার ওপর বিভিন্ন মোড়ে সবজি বাজার বসায় সেখানেও ভিড় হচ্ছে। নেই প্রশাসনিক নজরদারি। এদিকে যে ভিড় এড়াতে দিনবাজারের সবজি মার্কেট সরিয়ে নিয়ে যাওয়া হল বাজারের মাছের আড়ত ও খোলাবাজারে মাছ বিক্রির কারণে সেই ভিড়ও এড়ানো গেল না। আবার মাছ কেনার জন্য ক্রেতারা দিনবাজারে ভিড় জমানোর কারণে সবজি ব্যবসায়ীরা একে একে দিন বাজারে ফিরতে শুরু করেছেন। একটি নির্দিষ্ট জায়গায় সুষ্ঠূভাবে যাতে তারা ব্যবসা করতে পারেন সেই বিষয়ে সঠিক প্রশাসনিক পদক্ষেপ এর দাবি জানিয়েছেন দিনবাজারের সবজি ব্যবসায়ীরা।