অবতক খবর,১৭ ডিসেম্বর: রোগী মৃত্যুর ঘটনায় নার্সিংহোমে ভাঙচুরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। জানা যায় নদীয়ার কৃষ্ণগঞ্জ এর বাসিন্দা বছর পঁয়ত্রিশের রিতা দাস গর্ভবতী অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হয় নার্সিংহোমে।

তারপর তার অপারেশন চলে এবং তিনি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। পরবর্তীকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে অন্যত্র স্থানান্তরিত করার পরামর্শ দেন। সে কথামতো রোগীর আত্মীয়রা রোগীকে অন্যত্র নিয়ে যাওয়া পর ওই নার্সিংহোমে কর্তব্যরত চিকিৎসকরা রোগীকে মৃত বলে ঘোষণা করে।

এর পরেই রোগীর লোকজন যে নার্সিংহোমে রোগী ভর্তি ছিলেন সেখানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভাংচুরের ঘটনা ঘটায়। এমনই অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের রোগীর আত্মীয় বলছে রোগীর উচ্চ রক্তচাপ এবং ব্লাড সুগার থাকার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ সে গুলোকে অবহেলিত করে রোগীর অপারেশন করিয়েছে।

তার জন্যই রোগীর এই অবস্থা। অপরদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ এই ঘটনার দায় পুরোপুরি রোগীর আত্মীয়র উপর চাপিয়েছে। তারা বলেছে যে রোগীর আত্মীয়রা সবকিছু গোপন করে গিয়েছিল।