অবতক খবর::নদীয়া:: অত্যাবশ্যকীয় কিছু পরিষেবা পেতে হাত বাড়িয়েছে প্রশাসন।সকাল থেকেই শান্তিপুরের বেশ কিছু সরকারি বা বেসরকারি ব্যাংকের সামনে এক জায়গায় গেদারিং করে লম্বা লাইন| পুরো বিষয়টি শান্তিপুর থানার নজরে আসে তারপরে শান্তিপুর থানার ওসি সুমন দাস ঘটনাস্থল গুলিতে এসে 3 ফুট দূরত্ব একটি করে চার চৌকো বক্স চুন দিয়ে একে লাইনে দাড়ানোর নির্ধারণ করে দেন|

তাতে ব্যাংকের গ্রাহকরা অনেকটাই খুশি কারণ এই মুহূর্তে দূরত্ব থাকাটাই খুবই প্রয়োজনীয় বলে মনে করছে সাধারণ মানুষ। একদিকে বিনা কারণে জটলাকারীদের শাস্তি, অন্যদিকে সাধারণ মানুষের রেশন ,ব্যাংক, বা নিত্যপ্রয়োজনীয় খাবার কেনার ভীড় এড়াতে মানবিক। নিজেদের জীবন বিপন্ন করেও এই দ্বৈত ভূমিকায় প্রশাসককে দেখে খুশি সকল শান্তিপুরবাসী।