অবতক খবর,৬ ডিসেম্বরঃ আজ বাবা সাহেব আম্বেদকর ৬৬ তম মৃত্যু দিবস। রেড রোডে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ভারতবর্ষের সংবিধান এর প্রণেতা ডঃ বি আর আম্বেদকর বলে গিয়েছিলেন,,, যদি এ সমাজে কোন একটি নির্দিষ্ট মতাদর্শ হঠাৎ করে মাথা ছাড়া দিয়ে ওঠে এবং তা যদি সাম্প্রদায়িকতার সঙ্গে যুক্ত হয় তাহলে দেশের সংবিধান ভেঙে পড়বে। ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে এসে এমনটাই জানালেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ভারতবর্ষের বর্তমানে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার বিরোধী রাজনৈতিক দলগুলির কন্ঠ রোধ করার চেষ্টা করছে। মানবাধিকার কমিশনগুলিরও একই অবস্থা। দেশের অসংখ্য জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে টার্গেট করে করে কেস দেওয়া হচ্ছে। কেউ কোন কিছুর প্রতিবাদ করলে ওরা দমন প্রিরনের রাস্তা নিচ্ছে। ভারতবর্ষে বিগত দিনে এই ধরনের সুপার এমার্জেন্সি কখনো দেখা যায়নি। একটা সময় এই আশঙ্কা ও প্রবণতার কথাই জানিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর।

 

শিক্ষা সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি আদালতের বিচার্য রয়েছে, সেগুলি আদালত যেভাবে নির্দেশ দেবে সেভাবেই চলবে। জানালেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।