অবতক খবর , রাজ্ , হাওড়া :-
                                                             রুক জানা নাহি কাহি টু হার কে
                                                             কাঁট পে মিলিঙ্গে সায়ে বাহার কে।
সম্প্রতি এই গানের সহ একটি পোস্ট ফেসবুকে আসে। ফেসবুকে এই পোস্ট টি করেন প্রাক্তন ক্রীড়া প্রতি মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা র ব্যক্তিগত সচিব প্রীতম দেব। তার সাথে ওই ভিডিও তে লেখা হয়েছে চলার পথে কোনো ভুল মোড় হয় না। শুধু রাস্তা হয় যা হয়তো আমরা চিনি না। তাই সামনের সারিতে দাঁড়িয়েই জীবনকে নেতৃত্ব দিতে হয়। সাম্প্রতিক অতীতে মন্ত্রীত্ব পদ ছেড়েছেন, অব্যহতি নিয়েছেন জেলা তৃণমূলের সভাপতির পদ থেকেও। দলের বাইরে বিস্ফোরক কিছু না বললেও দলের অভ্যন্তরে দল পরিচালনা নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছিলেন।

মন্ত্রী থেকে কাজ করতে দেওয়া হচ্ছিল না বলেও ক্ষোভ প্রকাশ করে ইস্তফা দিয়েছেন। রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয় তাহলে তিনিও কি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। সেই ধোঁয়াশা এখনো জিইয়ে রেখে তিনি বলেছিলেন রাজনীতি থেকে সরে আসার কথা বললেও বিধায়ক পদের থেকে ইস্তফা দেবেন না তিনি।

এর পরবর্তীতে হাওড়া জেলার আরও কয়েকজন কে নিয়ে পারস্পরিক তর্জা ঘিরে যে দোদুল্যমান চিত্র উঠে এসেছে টা নিয়ে আজকের সোশ্যাল মিডিয়ার এই পোস্ট সেটাকে আবার উস্কে দিলো বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ রা।