অবতক খবর,১৪ জুন: সামনে রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু লক্ষ্য আরও বড় লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট গঠন। আর এই লক্ষ্যকে সামনে রেখেই আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমল সূত্রে খবর, মঙ্গলবার সুনির্দিষ্ট কোনও সূচি নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বিকালে রাজধানীতে পৌঁছনোর পর বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করার ও কথা রয়েছে তাঁর। বুধবার বিরোধী নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। রাজনৈতিক গুরুত্বের বিচারে যে বৈঠক এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। সেই রাষ্ট্রপতি নির্বাচনে সব বিরোধী দল একজোট হয়ে যদি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিতে সফল হয়, তবে এই বৈঠক হতে চলেছে তার মহড়া।