অবতক খবর,২৫ নভেম্বরঃ এই তো পরিস্থিতি বীজপুর বিধানসভার! রাত পৌনে বারোটা নাগাদ কাউন্সিলর এবং তাঁর সঙ্গী ব্যবসায়ীর কাছ থেকে তোলা চাইলেন।

তোলা না দিলে নাকি ‘পশ্চিমবঙ্গের বাইরে করে দেবো’ এমন বলা হয়েছে ওই ব্যবসায়ীকে। যার ফলে আতঙ্ক বিরাজ করে ওই ব্যবসায়ীদের মধ্যে।‌

এক মুহুর্ত দেরি না করে ওই ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির সেক্রেটারিকে বিষয়টি জানান এবং নগর প্রধানকেও ওই কাউন্সিলর এবং তাঁর সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ জানান।

এর পরবর্তীতে পৌরসভার বৈঠকে প্রকাশ্যেই ওই কাউন্সিলরকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিলেন নগর প্রধান।

এর আগেও ওই কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এসেছে। তবে সেই অভিযোগগুলি মানতে নারাজ ছিলেন অনেকেই। তবে এবার প্রকাশ্যে সকলের সামনে নগর প্রধানের কাছে ‘লাস্ট ওয়ার্নিং’ পাওয়ার পর তাঁর সম্পর্কে যে ভ্রান্ত ধারণা সকলের ছিল তা ভেঙে গেছে।

এখন প্রশ্ন উঠেছে,এই কাউন্সিলরের বিরুদ্ধে যা যা অভিযোগ আসছে সেই বিষয়ে পৌর প্রধান কেন প্রেস মিটিং ডেকে সেটি প্রকাশ করছেন না এবং পৌরবাসীকে জ্ঞাপিত করছেন না এই বিষয়ে? শহরবাসী অভিযোগ তুলেছেন।