অবতক খবর,১৭ মার্চ: পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ মিলন পল্লী পার্কিংয়ে পার্কিং ফি বৃদ্ধির দাবিতে পথে নেমেছিল ট্রাক সমন্বয় কমিটি। উত্তর ২৪ পরগনার বনগাঁ কালিতলা পার্কিং বনগাঁ পৌরসভার হাত থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার অধিগ্রহণ করে । রাজ্য সরকার অধিগ্রহণের পরে পার্কিং চার্জ বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামে এক্সপোর্ট ইমপোর্ট সমন্বয় কমিটির পক্ষ থেকে । এর প্রতিবাদে একাধিকবার বনগাঁ শহরে অবরোধ করে এক্সপোর্ট ইমপোর্ট সমন্বয় কমিটির পক্ষ থেকে । কালিতলা পার্কিং থেকে পেট্রাপোল সীমান্তে আই সি তে বাণিজ্যের গাড়ি না আসার কারণে বন্ধ থেকেছে সীমান্তে বাণিজ্য।

গতকাল রাতে পরিবহন দপ্তর থেকে আসা নোটিশ অনুযায়ী পার্কিং চার্জ কমেছে অনেকটাই। নতুন পার্কিং চার্জ অনুযায়ী প্রথম চারদিনের জন্য পার্কিং চার্জ দিতে হবে ১০০ টাকা করে, পরবর্তী তিন দিনের জন্য পার্কিং চার্জ বাবদ দিতে হবে ১৫০ টাকা করে এবং এরপর থেকে প্রতি সপ্তাহে পার্কিং চার্জ বাবদ দিতে হবে ৩০০ টাকা করে। গতকাল রাতে একটিমাত্র ট্রাক এই নতুন পার্কিং চার্জ অনুযায়ী পার্কিং থেকে বেরিয়েছে। পার্কিং ফি কমায় খুশি ট্রাক সংগঠনের সাথে যুক্ত সকলেই। রাজ্য সরকার এবং পরিবহন দপ্তর কে কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সাথে যুক্ত মানুষেরা।