অবতক খবর,মালদা,২৯ আগস্টঃ রাজ্য সরকারের “চোখের আলো প্রকল্পে”র মাধ্যমে ছানি অপারেশন প্রক্রিয়ার উদ্যোগ বাড়াতে বৈঠক অনুষ্ঠিত হলো মালদায়। এই চোখের আলো প্রকল্পের মাধ্যমে রোগীদের সম্পূন্ন বিনামূল্যেই অপারেশন করা এবং যাতায়াতের সম্পূর্ণ ব্যয়ভারের দায়িত্ব নেবে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর।

উল্লেখ্য, যেকোনো বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চোখের ছানি অপারেশন করতে গেলে ন্যূনতম ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। কিন্তু এবার থেকে মালদা মেডিকেল কলেজে “চোখের আলো প্রকল্পে”র মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর।

সোমবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এই চোখের আলো প্রকল্পের শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: পাপড়ি নায়েক, মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থ প্রতিম মুখার্জি সহ স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তারা।