অবতক খবর,৯ মে: প্রতিহিংসার রাজনীতি যখন বর্তমান সময়ের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তখন হালিশহরের রাজনীতির ময়দানে সৌজন্যে নজির স্থাপন হলো। গত পৌর নির্বাচনে হালিশহরে সব কটি ওয়ার্ডেই জয়ী হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শপথ গ্রহণের পরেই নির্বাচিত পৌর প্রতিনিধিরা জানিয়েছিলেন, ওয়ার্ডে কাজ করার জন্য দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশে।

 

তারই প্রতিফলন দেখা গেলো হালিশহর ৬ নম্বর ওয়ার্ডে। ৬ নম্বর ওয়ার্ডের ব্যায়াম সমিতি মাঠের উন্নয়নের বিষয়ে আলোচনায় বসেন উক্ত ওয়ার্ডের পৌর প্রতিনিধি দীপঙ্কর চক্রবর্ত্তী। আলোচনায় পৌরসভার পৌর প্রধান পার্ষদ হিমানিশ ভট্টাচার্য্য সহ ক্লাবের সভ্য সদস্যদের ডাকা হয়। এই সভাতেই দেখা যায় সৌজন্যের নজির। দীপঙ্কর বাবু ক্লাবের আধিকারিককে জানান যে, এই সভাতে যাতে সোমনাথ ব্যানার্জীকে উপস্থিত থাকার জন্য বলা হয়। প্রসঙ্গত, সোমনাথ ব্যানার্জী দীপঙ্কর বাবুর বিরুদ্ধে সিপিএম প্রার্থী ছিলেন। সভাতে তিনিও উপস্থিত ছিলেন। তিনিও মাঠের উন্নয়নের বিষয়ে তার মতামত রাখেন। এছাড়াও এই ক্লাবের বিভিন্ন সদস্য সহ ওই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত লিপিবদ্ধ করা হয়। মাঠের উন্নয়নের বিষয়ে বিষদ পরিকল্পনা গ্রহণের বিষয়ে বিধায়ক সুবোধ অধিকারীর কাছে আবেদন জানানো হয়েছে বলেই সূত্রের খবর। খেলাধুলার জগতে হালিশহর ব্যায়াম সমিতি মাঠের ইতিহাস বেশ উজ্জ্বল। সেই মাঠের পরিকাঠামো এবং পরিবেশের উন্নয়নের বিষয়ে এই উদ্যোগে এলাকাবাসী খুশি। আগামীদিনে এই মাঠ থেকে আবার প্রতিভাবান খেলোয়াড় উঠে এসে হালিশহরের নাম উজ্জ্বল করবে এই আশাতেই আশাবাদী সকলে।