এই সংবাদের পর আর কিছু লেখা যায়?
কলম গুটিয়ে নেওয়া ছাড়া আর আছে কি কোনো উপায়? বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ তোমরা কোথায়?

বিদায়
তমাল সাহা

আজ রবীন্দ্রনাথের কণ্ঠস্বর শুনতে পেলাম
কণ্ঠস্বর তো নয় দীর্ঘশ্বাস– হায়!
পুনরুত্থান হয়েছিল আজ
দ্বিপ্রহরে সংবাদ শুনেই পিছন ফিরে বললো,
আর জীবনে আসবো না বাংলায়
হাতে তুলে নিল যেখানে যত ছিল সঞ্চয়িতা গীতাঞ্জলি
নাড়ালো হাত–যাই যাচ্ছি বিদায়!

১৬২ তম জন্মদিবস কবির,
এও দেখা ছিল কপালে তার! বাংলা সাহিত্যের দাফনে কফিন তৈরি হলো হাতুড়ির দমাদম শব্দ হলো, গিঁথে গেল একের পরে এক পেরেক
লেখা হলো ঐতিহাসিক কলঙ্কিত অধ্যায়!

নিজের অনুপ্রেরণায় স্বঘোষিত সর্বোচ্চ পুরস্কার নিজেই পেয়ে গেল অশনির আবহাওয়ায়।
অভিধান খুলে দেখি লজ্জা শব্দটি আর নেই
ল দিয়ে শুরু বর্ণের পাতায়!