অবতক খবর,কলকাতা,১০ মেমিতালী মাহাতো: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দক্ষিণবঙ্গে সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা ছিল। বেলা বাড়তেই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। কলকাতার একাধিক রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তির সম্মুখীন হয় সাধারণ মানুষ। সেক্ষেত্রে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা।পুরসভার দাবি নিকাশি নালায় আটকে যাচ্ছে প্লাস্টিক। ফলে বৃষ্টির জল বের হতে পারছেনা। কলকাতার পাম্পিং স্টেশন গুলিতে সর্তকতা জারি করা হয়। বৃষ্টির পূর্বাভাস জানার পরেই পাম্পিং স্টেশনগুলোতে বিশেষ নজর রেখেছে পুরসভা। খাল গুলিও পরিষ্কার করছে সেচ দপ্তর যাতে কলকাতার জমা জল সহজেই বেরিয়ে যেতে পারে।