অবতক খবর, সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার 24 এপ্রিল শুক্রবার ::  রমজানেও লকডাউন মেনে চলার ও উপাসনা করার জন্য মুসলিম সমাজকে আবেদন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে। সেজন্য উপসনা স্থলেও ভীড় এড়িয়ে চলতে হবে। মুখ্যমন্ত্রীর একটি লিখিত আবেদনপত্র আজ প্রচার করলেন শীতলকুচি থানা প্রশাসন।

আজ শুক্রবার শীতলকুচি ব্লকের মসজিদ কমিটি গুলিকে থানায় ডেকে একটি সভা করা হয়। সভায় ওসি কাজল সরকার মুখ্যমন্ত্রীর আবেদনপত্রটি পড়ে শোনানোর পর একটি কপি ইমাম সমিতির সভাপতি হাজী আবুল হোসেন মিয়াজীর হাতে তুলে দেন। পত্রটির কপি অবশ্য উপস্থিত সকলকেই দেওয়া হয়েছে।

এইসভায় উপস্থিত ছিলেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ সাহের আলী মিয়া, শিক্ষা কর্মাধ্যক্ষ পুন্যগোবিন্দ সিংহ, সমাজসেবী তপন কুমার গুহ এবং থানার অন্যান্য আধিকারিকগন। সভায় উপস্থিত সকল মসজিদ কমিটির সদস্যগন মুখ্যমন্ত্রীর আবেদন সঠিকভাবে পালন করার আশ্বাস দিয়েছেন।