বাংলার রবি, কেন বিশ্বকবি!
দূরদ্রষ্টা তিনি, এ সত্য কি আমরা মানি?

রবীন্দ্রনাথ ও আমি
তমাল সাহা

এসো হে বৈশাখ এসো এসো—
কেমন লাগছে রবীন্দ্রনাথ?
অনাথ! অনাথ!
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা—
এরপরেও প্রমাণের ব্যর্থ চেষ্টা
রবীন্দ্রনাথ ছিলেন কত বড় সত্যদ্রষ্টা!

কেউ নেই পাশে
পিতা নেই নেতা নেই
আগুনের ছোঁয়া লেগেছে
অরণ্যে আবাসে দূর্বা ঘাসে।

তাপস নিঃশ্বাস বায়ে
দাও দাও ভস্মরাশি উড়ায়ে
মূর্ছা যাও অগ্নিবাণের ঘায়ে।

এসো হে বৈশাখ রুদ্র সন্ন্যাস!
এসো এসো
কাছে এসো,পাশে বসো!
হঠাৎ সম্বিত ফেরে
তাকিয়ে দেখি আকাশের দিকে
এ কোন বিস্ময়
রবীন্দ্রনাথ তুমিই তো সেই সূর্য জ্যোতির্ময়!