অবতক খবর,১১ সেপ্টেম্বর,মুর্শিদাবাদ: বেশ কয়েক দিন আগেই বহরমপুর টু জলঙ্গী রাজ্য সড়কের ছয় ঘডসং দুর্ঘটনার খবর সামনে আসে। আজ আবারও সেই রাজ্য সড়কে বাস দুর্ঘটনা।

ফের বাস দুর্ঘটনা জেলায়। এবার মুর্শিদাবাদ জেলার ইসলামপুর ভৈরব ব্রিজের নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটে ধাক্কা, ব্রিজেই ঝুলন্ত অবস্থায় যাত্রীবোঝাই বাস। ঘটনায় আহত প্রায় ১৫ জন বাস যাত্রী। যাদের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে চিকিৎসক তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনা স্থলে উপস্থিত দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তার পুলিশ বাহিনী।