যেমন দেখছি তেমন লিখছি
তমাল সাহা

১) ঝোঁকাবাজি

বয়স বাড়লে শরীর ঝুঁকে যাবেই
একটু আগেই নয় ঝুঁকে গেল, ক্ষতি কি?
কিছু মুদ্রা তো পাওয়া গেল!
জীবনে এর চেয়ে বড় আছে কী!

২) বোমা

বোমা নিয়ে কোনো কথা হবে না।

বোমার বিষয়ে বাংলা চিরকালীন সেরা।
বোমার দখল নিয়েছে এখন পার্টির বজ্জাতেরা।

৩) কবিরস্থান

দু নৌকোয় পা
এমন কোনো জায়গা নেই কবির কাছে।
মাথা উঁচু করে আশ্রয় নাও কারাগারে
অথবা শিরদাঁড়া ভেঙে মাথা নিচু করে থাকো শাসকের ঘরে।

৪) বোস

বোস দেখলেই সুভাষ বোস?
যতই তুই বান্দর হোস!
এসবই লোকদেখানো ধন্দ
বাংলায় হাতেখড়ি দিচ্ছে কী আনন্দ!

৫) ভ্যাবলনাথ

তিন বাড়ুজ্যের নাম শুনেছো
সব বন্দোপাধ্যায়ই কি লেখক?
কেউ কেউ তো বায়স
পিছনে লাগানো ময়ূর পালক!

সব সাহা-ই কী মেঘনাদ?
মু যেমন ভ্যাবলনাথ!

৬) ফড়ে

কারা দালাল , কারা ফড়ে?
বুদ্ধিজীবীরা তবে কী,
যারা এখন শাসকের সঙ্গে ঘোরে?

৭)ডি-লিট

সামাজিক উন্নয়নঃ দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার
শিক্ষার উন্নয়নঃ শিক্ষার্থীরা বসে আছে রাস্তায়!
দু দুবার ডিলিট পেয়েছি
নিন্দুকেরা তির্যক হাসি হাসুক
আমার কী আসে যায়!