অবতক খবর,৮ ফেব্রুয়ারি, নদিয়াঃ নেতাজির মূর্তি সরিয়ে অন্য মূর্তি স্থাপন করায় ক্ষোভ কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন গৌড়ীয় মঠের নেতাজী জন্মশত বর্ষ উদযাপন কমিটির। তাদের দাবী দীর্ঘদিন ধরে তারা নেতাজীর জন্ম দিন ও নানা অনুসঠান করে আসছেন।জাতী ধর্ম বর্ন নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ ভারতের মহান বিপ্লবী সংগ্রামী নেতা নেতাজীর মূর্তি সরানোকে কেন্দ্র করে ক্ষোভ সঞ্চার হয়েছে।বার বার পুর কতৃপক্ষকে নেতাজীর মুর্তি পুনরায় বসানোর জন্য ডেপুটেশনও দেন কিন্তু কাজের কাজ কিছুই হয় নি।এই ঘটনায় স্থানীয় মানুষজন তারা এবং নেতাজী কমিটির সদস্যরা চাইছেন অতিদ্রুত এই মহান স্বাধীনতা সংগ্রামীর আবক্ষ্য মুর্তি স্থাপন করা হোক।

পুর কতৃপক্ষের দাবী তারা নেতাজীর আবক্ষ্য মুর্তিতে ধুলো বালি পড়ায় তারা ভালভাবে তা স্থাপন করবেন।স্থানীয় মানুষজন এবং অভিজ্ঞ মহলের একাংশের দাবী রাজ্যের শাসক দল এবং পুরসভা উন্নয়নের নামে সঠিক কাজ করছেন না।ভারত বর্ষের এই মহান সংগ্রামী নেতাকে জথাজথ মর্জাদায় রাখো হোক।কিন্তু কবে এই মহান নেতার আবক্ষ্য মুর্তি স্থাপন হবে তা নিয়ে দিন গুনছেন নেতাজী জন্ম শত বর্ষ উদজাপন কমিটির সদস্যরা।