অবতক খবর,৯ ফেব্রুয়ারিঃ পঞ্চায়েতে নির্বাচনের দিন এবারে সিক কাবাব তৈরী করবে আমাদের ছেলেরা। বিরোধীদের জন্য থাকছে সিক কাবাব। সামনেই পঞ্চায়েত নর্বাচন তার আগেই কাবাব দিকে রাখছেন মদন মিত্র পঞ্চায়েতে শিক ও কাবাব দুটোই কাজে লাগবে কামারহাটির একটি খাদ্য উৎসব থেকে এমনি মন্তব্য করলেন বিধায়ক মদন মিত্র। কিভাবে তৈরী হবে নির্বাচনের দিন কাবাব কি কি দিয়ে তৈরী হবে সেটাও নিজে বানিয়ে দেখালেন।

“কাঁচা মাংস ঝলসে ঘি বাটার লেবু টিপে বিট নুন লঙ্কা দিয়ে তৈরী হবে কাবাব গ্রামের কালো মুরগি দিয়ে তৈরী হবে কাবাব। ভোট এক দুঘন্টার মধ্যে হয়ে যাবে গোলকিপার ছাড়াই ভোট হবে। আর সিক কাবাবের শিকের কাজ আমরা ভোট কেন্দ্রের বাইরেই করে নেব পঞ্চায়েতের আগে এমনি মন্তব্য করলেন বিধায়ক মদন মিত্র।